বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রলীগ নেতাকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রলীগ নেতাকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৩
শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সিফাত (বামে) ও ফাহাদ (ডানে)। ফাইল ছবি: টিটু দাস/স্টার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২ শিক্ষার্থীকে মারধরে আহত করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ১ জন সাবেক শিক্ষার্থী। 

আজ বুধবার নগরীর বাংলাবাজার ও নবগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। 

ওসি আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মঙ্গলবার রাতেই শিক্ষার্থী  মহিউদ্দিন সিফাত প্রতিপক্ষ ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আজ ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 

অভিযান এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ।
  
এদিকে গ্রেফতার ৩ জন হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলিম সালেহি, রিয়াজ মোল্লা ও বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থীর শামীম। 

অভিযোগকারী এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িত। এদের মধ্যে একটি মেয়র গ্রুপ, আরেকটি মন্ত্রী গ্রুপ হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

মঙ্গলবার ভো‌রে ফজ‌রের আজানের প‌র শের-ই বাংলা হ‌লের ৪০১৮ নম্বর ক‌ক্ষে হঠাৎ ক‌রে ১০-১৫ জন হেল‌মেট প‌রি‌হিত অবস্থায় প্রবেশ ক‌রে। এরপর তারা সবগুলো রু‌ম বাই‌রে ‌থে‌কে আট‌কে দেয়। প‌রে তারা ছাত্রলীগ নেতা ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ সিফাত‌কে রুম থে‌কে টে‌নে হিঁচড়ে বের ক‌রে হাতু‌ড়ি পেটা ক‌রে ও কুপিয়ে আহত করে এবং অপর শিক্ষার্থী জি এম ফাহাদের হাত ভে‌ঙে দেওয়ার পাশাপা‌শি তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে।

এরপর আহত অবস্থায় তা‌দের ২ জন‌কে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়। 

 

Comments

The Daily Star  | English

Israel pounds Gaza City as military takes first moves in offensive

Gaza City residents describe relentless bombardments overnight

58m ago