পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১
অ্যাম্বুলেন্স কর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করছিলেন। ছবি: রয়টার্স

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রোববার একটি বাস খাদে পড়ে ৪১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ইসরার উমরানি বার্তা রয়টার্সকে বলেন, ধ্বংসাবশেষ থেকে ৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে দক্ষিণাঞ্চলীয় শহর করাচি যাওয়ার পথে ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি খাদে পড়ে যায়।

ইধি ফাউন্ডেশনএইড অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স অরগানাইজেশনের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বাসের ধ্বংসাবশেষে অনেকে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করছিলেন।

বেলুচিস্তানের লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম ডনকে বলেন, বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এবং আগুন ধরে যায়।

গত বছরের জুনে বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে একই পরিবারের ৯ জনসহ অন্তত ২২ জন নিহত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

15h ago