মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী

‘মহাত্মা গান্ধীর মানবতাবাদ-অহিংসা দর্শন চরমপন্থা মোকাবিলার পথ’

নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ সোমবার তিনি আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আশ্রমটি ১৯৪৬ সালে নোয়াখালীতে বাপুর 'শান্তি মিশন' এবং তার অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে স্মরণ করে গড়ে তোলা হয়েছিল।

গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত 'সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় অংশ নেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

হাইকমিশনার তার বক্তব্যে মহাত্মা গান্ধীর সত্য, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথ প্রদর্শনকারী আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং 'বসুধৈব কুটুম্বকম্' বার্তার ওপর জোর দেন, যা জি-২০ প্রেসিডেন্সির জন্য ভারত কর্তৃক গৃহীত 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ' নীতিকে অনুপ্রাণিত করে।

সভায় ট্রাস্টের সদস্যরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago