সদর নিয়ে সংশয়, বগুড়া-৪ আসনে জয়ের বিষয়ে আশাবাদী হিরো আলম

বগুড়া-৬ (সদর) আসন নিয়ে সংশয় থাকলে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে ১০০ পারসেন্ট জিতবো।

আজ বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আলম বলেন, 'মাঝ পথে পালিয়ে যায় যখন এজেন্টদের বের করে দেওয়া হয়। জোর করে সিল দিচ্ছে, তখন ভোটে থাকার চেয়ে না থাকা ভালো। এখন পর্যন্ত এ রকম ঘটনা ঘটেনি। এজেন্টদের বের করে দেওয়া হয়, জোর করে সিল মারা—আমার আসনে এ রকম ঘটনা শুনিনি। যদি শুনি আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে তখন চিন্তা করবো ভোটে থাকব কি থাকব না। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে।'

'আজ ভালো পরিবেশে ভোট হবে। যদি ভালো পরিবেশে ভোট হয়, ১০০ পারসেন্ট বলতে পারি আমি জিতবো,' বলেন তিনি।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, 'কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া না হয় তাহলে আমরা অতীতের মতো পরিবেশ দেখতে পাব। অভিযোগ করলে যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া না হয় তাহলে বুঝতে পারবো ভোট সুষ্ঠু হচ্ছে না।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুটি আসনের বিষয়ে এই মুহূর্তে বলতে পারব না, কারণ বগুড়া সদরে যেহেতু গ্যাঞ্জাম শুরু হয়েছে, বগুড়া সদর থেকে পাস করবো কি না আমি জানি না। তবে কাহালু-নন্দীগ্রামের পরিবেশ এখনো ভালো। ওখান থেকে ফোন পাচ্ছি, ভোটাররা ভোট দিচ্ছে, খুবই ভালো পরিবেশ আছে। সুষ্ঠু নির্বাচন আমরা দেখছি। এ রকম পরিবেশ যদি থাকে ১০০ পারসেন্ট বলতে পারি, আমি জয়ী হবো আজ।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago