রাফিনহা বার্সেলোনার ভবিষ্যৎ: জাভি
চেলসি ও আর্সেনালের সঙ্গে লড়াই করেই রাফিনহাকে মৌসুমের শুরুতে কিনে এনেছিল বার্সেলোনা। তবে প্রত্যাশা খুব এক পূরণ হয়নি ক্লাবটির। স্পেনে খুব একটা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। তাতে সমালোচনাও কম হচ্ছে না তাকে নিয়ে। তারপরও বার্সেলোনায় এ তারকার দারুণ ভবিষ্যৎ দেখছেন কোচ জাভি হার্নান্দেজ।
বুধবার রাতে রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৬৫তম মিনিটে ডেডলক ভেঙে দলকে এগিয়ে দেন রাফিনহাই। শেষ দিকে জুলস কুন্দের আত্মঘাতী গোল হজমের আগে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন রাফিনহা।
আর এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা। যদিও রাতেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়ালের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে তারা। তবে দলকে স্বস্তিদায়ক জয় এনে দেওয়ায় রাফিনহার উচ্ছ্বসিত প্রশংসাই করেন জাভি।
অথচ এই জানুয়ারিতেই তাকে বিক্রি করে দেওয়া জোর গুঞ্জন ছিল ফুটবল মহলে। ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল তাকে কেনার জন্য আগ্রহও প্রকাশ করেছিলেন। তবে এ ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনাতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন জাভি। ২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে রাফিনহার।
'(রাফিনহা) ভালো খেলেছে, শুধু তার গোলের জন্যই নয়, সে রক্ষণভাগেও সাহায্য করেছে। সে সমালোচিত একজন খেলোয়াড়, কিন্তু সে অনেক কিছুই করে এবং আমরা তাকে অনেক মূল্য দিই। আমরা সবসময় রাফিনহাকে সমর্থন করব - সে বার্সেলোনার ভবিষ্যৎ,' ম্যাচ শেষে রাফিনহাকে নিয়ে এমনটাই বলেন বার্সা কোচ।
পুরো ম্যাচে নিজেদের পারফরম্যান্সে দারুণ খুশি জাভি, 'আমি ম্যাচটি নিয়ে খুব খুশি। জিরোনার বিপক্ষে খেলার তুলনায় আমরা অনেক উন্নতি করেছি। আমরা দুর্দান্ত খেলা খেলেছি। আজ বল না হারানোটাই মুখ্য ছিল এবং আমরা সেটা কমিয়েছি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছি।'
Comments