‘আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপে’
তুরস্কের এক নারী রয়টার্সকে বলেছেন, আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপের মধ্যে আছে, আমি তাদের জন্য অপেক্ষা করছি।
দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবাকিরে একটি ব্লকের বাসিন্দা ওই নারী। সেখানকার ধ্বংসাবশেষের কাছে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি।
তিনি রয়টার্সকে বলেন, 'আমরা দোলনার মতো দুলে উঠি। বাড়িতে আমরা ৯ জন ছিলাম। আমার ২ ছেলে এখনো ধ্বংসস্তূপের মধ্যে আছে। আমি তাদের জন্য অপেক্ষা করছি।'
ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কাহরামনামারাসের বাসিন্দা ২৯ বছর বয়সী মেরিম বলেন, 'আমরা তীব্র আওয়াজ ও কম্পনে জেগে উঠলাম। এর পরপরই ২টি কম্পন অনুভূত হয়।'
'আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এটা কখনই থামবে না। পরে আমার ১ বছরের ছেলের জন্য কিছু জিনিস নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি।'
টুইটারে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সিরিয়ার আলেপ্পোতে পার্শ্ববর্তী ২টি ভবন একের পর এক ধসে পড়ছে। যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শহরটির ২ বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই ভবনগুলো ধসে পড়ে।
Comments