বায়ার্নের বিপক্ষে পিএসজি একাদশে ফিরলেন মেসি, নেই এমবাপে

ঊরুর চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে কিলিয়ান এমবাপে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মোনাকোর বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি লিওনেল মেসি।
ছবি: এএফপি

ঊরুর চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে কিলিয়ান এমবাপে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মোনাকোর বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি লিওনেল মেসি। তিনি ফিরলেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির শুরুর একাদশে নেই এমবাপে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির মাঠে আতিথ্য নেবে জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন। পার্ক দে প্রিন্সেসে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়।

লিগ ওয়ানে মোনাকোর মাঠে গত শনিবার রাতে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। সেদিন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার খেললেও ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ও ফরাসি স্ট্রাইকার এমবাপে। নিতম্বের চোটের কারণে মাঠে নামতে পারেননি ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। তবে গতকাল সোমবার প্যরিসিয়ানদের হয়ে অনুশীলনে দেখা যায় তিনজনকেই। তাদের মধ্যে দুজন একাদশে ঢুকে পড়লেও এমবাপের জায়গা হয়েছে বেঞ্চে।

গত সপ্তাহে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান বলেছিলেন, এমবাপে খেলবেন ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি, 'সে খেলবে আশা করেই আমি প্রস্তুতি নিব। এত আগেই বলার উপায় নেই যে সে খেলবে না, যদি না তার কোনো গুরুতর চোট থেকে থাকে।'

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্যরিসিয়ানরা জিতেছে ছয়টি ম্যাচ, বাভারিয়ানদের জয় পাঁচটিতে। দুই দলই গোল করেছে সমান ১৫টি করে। ২০১৯-২০ আসরের ফাইনালেও সাক্ষাৎ হয়েছিল পিএসজি ও বায়ার্নের। লিসবনে অনুষ্ঠিত ম্যাচটির ফয়সালা হয়েছিল ন্যূনতম ব্যবধানে। কিংসলে কোমানের দ্বিতীয়ার্ধের গোলে প্রথমবারের মতো শিরোপার মঞ্চে ওঠা পিএসজিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন।

পিএসজি একাদশ: জিয়ানলুইজি দোন্নারুমা; আশরাফ হাকিমি, মার্কুইনহোস, সার্জিও রামোস, নুনো মেন্দেস; ওয়ারেন জায়ারে-এমেরি, মার্কো ভেরাত্তি, দানিলো পেরেইরা, কার্লোস সোলার; লিওনেল মেসি, নেইমার।

বায়ার্ন একাদশ: ইয়ান সোমার; জোয়াও কানসেলো, দায়ত উপামেকানো, মাটাইস ডি লিখট, বেঞ্জামিন পাভার্দ; ইউশুয়া কিমিখ, লিওন গোরেটস্কা, লেরয় সানে, জামাল মুসিয়ালা, কিংসলে কোমান; এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago