হকিতে ফিরলেন ‘ক্যাসিনো সাঈদ’

AKM Mominul Haque Sayeed

২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানে নাম আসার পর থেকে পলাতক ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। প্রায় তিন বছর পর দেশে ফিরে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভায় হাজির হলেন তিনি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে দুপুরে এই সভা। সভার একদম শেষ দিকে সাদা পাজামা-পাঞ্জাবি পরে আচমকা প্রবেশ করেন সাঈদ। এমন সময় ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানসহ কার্যনির্বাহী কমিটির সবাই স্বাগত জানান তাকে।

ক্যাসিনো বিরোধী অভিযানের সময় পালিয়ে সিঙ্গাপুর চলে যান তিনি। চলতি বছর ৩০ জানুয়ারি দেশে ফিরলেও ১৪ ফেব্রুয়ারিতে এসে প্রকাশ্যে দেখা গেল তাকে। ক্যাসিনো বিরোধী অভিযানের আগে হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি।  ২০২০ সালে তৎকালীন সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত তাকে অব্যাহতি দেন।

তবে এবার আবার সেই সাধারণ সম্পাদক পদেই ফিরেছেন তিনি। এই নিয়ে কোন আইনত বাধা নেইই বলে জানান ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান, 'স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি কমিটিতে ঢুকবেন। এ ব্যাপারে যদি কোনো নীতিগত বাধা না থাকে তাহলে আমার পক্ষ থেকে তো কোনো বাধা নেই। এখানে যারা কমিটির অন্যান্য সদস্য আছেন, সবাই মিলে এই সিদ্ধান্তের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি অন্য কোনো বাধা না থাকে তাহলে তিনি যোগ দেবেন সাধারণ সম্পাদক হিসেবে।'

একটি সূত্রে জানা যায়, এশিয়ান যুব হকি চ্যাম্পিয়নশিপের  আগে যুব হকি দলের ক্যাম্পের জন্য ৫০ লাখ টাকার স্পন্সর যোগাড় করেছেন সাইদ। ফলে তিনি এশিয়ান যুব হকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতিনিধিত্বও করবেন।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago