ভূমিকম্প

১১ দিন পর তুরস্কে আরও ২ জন জীবিত উদ্ধার, মৃত্যু ছাড়াল ৪৩ হাজার

 আনতাকিয়া
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আনতাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স

ভয়াবহ ভূমিকম্পের ১১ দিনের মাথায় তুরস্কে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তারা হলেন-১৪ বছরের কিশোর ওসমান হালাবিয়া ও ৩৪ বছর বয়সী মুস্তাফা আভসি।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আনতাকিয়া শহর থেকে তাদের উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্পে গৃহহীন লাখ লাখ মানুষকে সহযোগিতার চেষ্টা করছে এইড এজেন্সিগুলো।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আনতাকিয়া শহর থেকে কিশোর ওসমান হালাবিয়াকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুস্তাফা আভিসিকে উদ্ধার করা হয়েছে ২৬১ ঘণ্টা পর। তাকেও স্ট্রেচারে করে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

তার বাবা আলি আভসি বলেন, 'আমি আশা হারিয়ে ফেলেছিলাম। এটি অলৌকিক ঘটনা। তারা আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আমি ধ্বংসস্তূপ দেখেছি। ভেবেছিলাম সেখান থেকে কাউকে বাঁচানো যাবে না।'

কর্মকর্তারা জানান, ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূকম্পন এবং এক ঘণ্টা পর একই রকম শক্তিশালী কম্পনের পর তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪ জন।

প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর কতজন নিখোঁজ আছে তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি দেশ দুটি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago