বিএনপি জনবিচ্ছিন্ন ও অবৈধ দল: দীপু মনি

ইসলামপুরের এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'বিএনপি জনবিচ্ছিন্ন ও অবৈধ দল, যার জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে।'

আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'বিএনপি নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে পিছিয়ে দেয়।'

তিনি বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ যেমন সরকারে আছে, তেমনি মাঠেও আছে। আওয়ামী লীগ মাঠে থাকবেও। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।'

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago