কনস্টেবল পদে নিয়োগ: প্রতারকদের বিষয়ে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

পুলিশ

বাংলাদেশ পুলিশের সাড়ে ৫ হাজার কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই পদে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রলোভন বা চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপারে প্রতারকদের ফাঁদে পা নেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারকদের ব্যাপারে চাকরি প্রার্থীদের সতর্ক করা হয়। এতে বলা হয়, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি দেওয়ার মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণার খবর পেলে কাছের থানা অথবা ৯৯৯-এ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে কনস্টেবল পদে সাড়ে ৫ হাজার জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদরদপ্তর। ছয় ধাপে এই নিয়োগ হওয়ার কথা। ইতোমধ্যে ৩০টি জেলায় প্রাথমিক নিয়োগের কাজ শেষ হয়েছে। আগামী ১৯ মার্চের মধ্যে সব নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা আছে।

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

24m ago