আর্জেন্টিনা দলে ডাক পেলেন গার্নাচো

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চলতি মৌসুমে আলো ছড়াচ্ছেন আলেহান্দ্রো গার্নাচো। ক্রমেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী এই উইঙ্গার এবার ডাক পেলেন আর্জেন্টিনা জাতীয় দলে।

চলতি মাসের শেষদিকে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে লড়াইয়ের জন্য শুক্রবার রাতে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। অনুমিতভাবেই স্কোয়াডে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী পিএসজি তারকা লিওনেল মেসি। ডাকা হয়েছে আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজসহ নিয়মিত মুখদের।

মৌসুমের শুরুর দিকের নড়বড়ে দশা সামলে গার্নাচো উপহার দিচ্ছেন ধারাবাহিক নৈপুণ্য। ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ২৭ ম্যাচ খেলেছেন তিনি। নিজে গোল করেছেন চারটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে মিলেছে তার পারফরম্যান্সের স্বীকৃতি।

সুস্থ হয়ে উঠে দলে ফিরেছেন জিওভানি লো সেলসো। চোটের কারণে সবশেষ কাতার বিশ্বকাপে খেলা হয়নি তার। গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ২০ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনও ডাক পেয়েছেন।

আগামী ২৩ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ পানামা। এরপর ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে খেলবে স্কালোনির শিষ্যরা। দুটি প্রীতি ম্যাচই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠে। গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নামবে মেসিবাহিনী।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ;

ডিফেন্ডার: হুয়ান ফোইথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, নেহুয়েন পেরেজ, হার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, লাউতারো ব্লাঙ্কো;

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোন, এজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, ফাকুন্দো বুয়োনানোতে, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার;

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ ও আলেহান্দ্রো গোমেজ।

Comments

The Daily Star  | English
customs houses open on weekend

All customs houses open this weekend to clear backlog

All customs houses across the country will remain open for import and export activities this weekend – today and tomorrow..The customs policy wing of the National Board of Revenue (NBR) yesterday issued directives to the customs houses in Chattogram, Dhaka, Benapole, Mongla, Customs House

2h ago