সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

সাইন্স ল্যাব এলাকার এই ভবনটিতে বিস্ফোরণ ঘটে। ছবি: সিফাত আফরিন শামস/স্টার

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর ও অ্যাডমিন বিভাগের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন। তারা ৩ জনই পুরুষ। আর আহত প্রায় ৪০ থেকে ৪৫ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিস্ফোরণে আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত অন্তত ১৩ জন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ডেইলি স্টারকে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে।

তিনি বলেন, 'কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।'

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago