নারীদের ছবি-তথ্য নিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে হয়রানি, আটক ১
বিভিন্ন ফেসবুক আইডি থেকে নারীদের ছবি ও তথ্য নিয়ে ভুয়া আইডি খুলে ব্ল্যাক মেইল ও যৌন হয়রানির অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।
অভিযুক্ত আল মাসুম (৩০) বন্দর নগরীর ইপিজেড এলাকার নিউ মুরিং তক্তারপোল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেল এর প্রযুক্তিগত সহায়তায় নগরীর ইপিজেড এলাকার নিউ মুরিং তক্তারপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নারী ও তরুণীদের ফেসবুক আইডি থেকে ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলে মাসুম। এরপর সেই আইডি থেকে অশ্লীল ও আপত্তিকর ক্যাপশন লিখে পোস্ট দিয়ে সেই পোস্টের লিংক এবং স্ক্রিনশট ভিকটিমদের এবং তাদের ফ্রেন্ডলিস্টের অন্যান্য সদস্যদের মেসেঞ্জারে পাঠিয়ে অশালীন প্রস্তাব দিত। অশালীন ছবি ও নগ্ন ভিডিও পাঠিয়েও বিভিন্নভাবে সে ব্ল্যাকমেইল ও মানসিকভাবে হেনস্তা করে আসছিল।'
পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পেইজে একটি অভিযোগ পাবার পর এ ঘটনা তদন্তে নামে পুলিশ। পরে তাকে আটক করা হয়।
জানতে চাইলে কাউন্টার টেররিজমের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা বলেন, 'মাসুম এ পর্যন্ত ৫০ টি আইডি খুলে নারীদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে আসছিল। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি। এছাড়া তার কাছে থাকা ৩টি মোবাইলের নারীদের হেনস্থার প্রমান মিলেছে। সেগুলো জব্দ হয়েছে।'
ইপিজেড থানায় এই ঘটনায় মামলা হয়েছে।
Comments