চট্টগ্রামে পাওয়া তিন পুরস্কারের একটা মাঠকর্মীদের দিলেন সাকিব

Shakib Al Hasan
দলের জয়ে অবদান ছিল সাকিবেরও। ছবি: ফিরোজ আহমেদ

পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখন কেবল শেষ হয়েছে। আনুষ্ঠানিকতা সেরে সাকিব আল হাসান ছুটলেন মাঝ উইকেটের দিকে। সেখানে থাকা দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কিছু একটা বললেন তিনি। পরে জানা গেল, বাংলাদেশ অধিনায়কের কাছ থেকে চট্টগ্রামের মাঠকর্মীরা পেয়েছেন অর্থ পুরস্কার।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ যেন হয়ে এলো বাংলাদেশের জন্য পয়মন্ত। মিরপুরে প্রথম দুই ওয়ানডে হেরে এসে এখানে তৃতীয় ওয়ানডে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হন সাকিব। পুরস্কার হিসেবে টাইগার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ম্যাচ পান সাকিব।

বৃহস্পতিবার একই ভেন্যুতে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও এলো দারুণ জয়। এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখে ২ ওভার আগেই ম্যাচ শেষ করে দেয় বাংলাদেশ। খেলা জিতে নেয় ৬ উইকেটের বড় ব্যবধানে।

এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাকিবের। বোলিংয়ে ২৬ রানে ১ উইকেট পাওয়ার পর ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে খেলা শেষ করে বাংলাদেশের জয়ের পার্শ্ব নায়ক হন তিনি। এই অবদানে মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান সাকিব।

দুই ম্যাচে তিনটি পুরস্কারে সমান এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন সাকিব। এর মধ্যে এক লক্ষ টাকার পুরস্কার তিনি দিয়েছেন মাঠকর্মীদের।

সাকিব মাঠ ছেড়ে যাওয়ার আগে, প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারি কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দিয়ে যান। বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় জিতে মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন কিছু করতে দেখা গেছে তাদের।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago