অবশেষে সাকিবের বোলিং অ্যাকশন বৈধ

Shakib Al Hasan

বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও দেশের বাইরের ঘরোয়া ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তৃতীয়বার পরীক্ষায় অবশেষে সন্দেহজনক অ্যাকশন থেকে মুক্তি পেলেন বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ তারকা।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব নিজেই এই খবর নিশ্চিত করেছেন, 'খবরটা সত্যি (পরীক্ষায় উত্তীর্ণ হওয়া)। আমি বল করার জন্য আবার ক্লিয়ারেন্স পেলাম।' 

এদিকে এক বিবৃতিতে বিসিবিও এই খবর নিশ্চিত করেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৯ মার্চ ২০২৫ তারিখে যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের স্বাধীন পুনঃমূল্যায়নের ফলাফলের তথ্য পেয়েছে।'

'বিসিবি জানতে পেরেছে যে সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, সাকিব সফলভাবে তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিযোগিতামূলক কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডে তার বোলিংয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা হবে।

ইসিবি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে।'

জানা গেছে তৃতীয় পরীক্ষাটা সাকিব দিয়েছেন ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। যেখানে তিনি দিয়েছিলেন প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা দেন ভারতের চেন্নাইতে। তৃতীয় পরীক্ষায় সাকিবের অ্যাকশনে আর কোন সমস্যা ধরা পড়েনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যান সাকিব। সেখানে সামারসেটের বিপক্ষে ম্যাচের তার অ্যাকশন সন্দেহজনক হয় আম্পায়ারদের কাছে। পরে দুই পরীক্ষায় ব্যর্থ হয়ে বোলিং করা নিষিদ্ধ হয়ে যায় তার।

গত অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর বিপাকে পড়েন সাকিব। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংসদ থাকা এই ক্রিকেটার এরপর দেশে ফিরতে পারেননি, তার বিরুদ্ধে আছে একাধিক মামলা। অগাস্টে পাকিস্তান সফর ও সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। ভারত সফরের সময়ই দেন অবসর ঘোষণা। ইচ্ছা ছিলো দেশে টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়বেন ওয়ানডে। কিন্তু স্কোয়াডে থাকলেও টেস্ট খেলতে থাকে দেশে ফিরতে দেয়া হয়নি।

এরপর আর জাতীয় দলে ফেরার বাস্তবতা ছিলো না তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে না রাখার কারণ হিসেবে অবশ্য অ্যাকশন অবৈধ হওয়াকে সামনে আনেন নির্বাচকরা।

এবার বোলিং করার ছাড়পত্র পেয়ে অলরাউন্ডার সাকিবকে হয়ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে।

Comments

The Daily Star  | English

Crores spent, but Ctg roads still crumble

Commuters in Chattogram are enduring severe hardships due to the appalling condition of major roads, a crisis worsened by the apparent indifference of the authorities.

6h ago