স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বাসে বসাকে কেন্দ্র করে চালকের সহকারীদের সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করে।

সংঘর্ষে বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

আগুনে পুড়ছে বিনোদপুর পুলিশ ফাঁড়ি। ছবি: সংগৃহীত

এরমধ্যে বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এই আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। আহত ২ সাংবাদিক হলেন, রায়হান ইসলাম ও জাবের আহমেদ।

রাবি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়েছে, বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন।'

 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago