প্রক্টরের পদত্যাগসহ ৭ দফা দাবিতে অনশনে রাবি শিক্ষার্থীরা

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের সামনে শিক্ষার্থীরা এ অনশন শুরু করেন। ছবি: সংগৃহীত

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হকের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী।

আজ রোববার সন্ধ্যায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের সামনে তারা এ অনশন শুরু করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- গতকালের ঘটনার জন্য প্রক্টরের পদত্যাগ চাই, এ ন্যক্কারজনক ঘটনার জন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

গতকালের ঘটনায় জড়িত হামলাকারীদের শনাক্তকরণ এবং ২৪ ঘণ্টার গ্রেপ্তার করতে হবে।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় প্রশাসনকে বহন করতে হবে।

শতভাগ আবাসিকতা চাই। ক্যাম্পাসে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ, সিন্ডিকেটের মাধ্যমে আবাসিকতার বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

পাস ব্যতীত বহিরাগত বখাটের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। ক্যাম্পাসের গেটগুলো সংস্করণ এবং চেকপোস্ট বসাতে হবে।

ক্যাম্পাসের রিকশা ভাড়া, ডাইনিংয়ের খাবার এবং ক্যাম্পাসের হোটেলগুলোর খাবারের দাম নির্ধারণ এবং খাবারের মান নিশ্চিতকরণ।

শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন পুনরায় চালু করতে হবে।

 

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

5h ago