হালাল পণ্যের সনদ দিতে অথরিটি গঠন হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

হালাল পণ্যের সনদ দিতে একটি 'অথরিটি' গঠনের কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। হালাল সার্টিফিকেশন অথরিটি গঠন করা হলে বাংলাদেশ বিশ্বব্যাপী হালাল পণ্য রপ্তানি করতে পারবে।

আজ রোববার চলমান বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩ এর দ্বিতীয় দিনের আয়োজনে বক্তৃতা দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

এর মাধ্যমে বিশ্বের হালাল পণ্যের বাজার ধরতে দেশের রপ্তানিকারকদের সুবিধা হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, কর্তৃপক্ষ গঠন হলে বাংলাদেশের ব্যবসায়ীরা এ সনদের মাধ্যমে বিশ্বব্যাপী হালাল খাদ্য ও অন্যান্য পণ্য রপ্তানি করতে পারবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সরকার রপ্তানিকারকদের কম শুল্ক ও কর দিয়ে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির সুবিধা দিচ্ছে।

বিনিয়োগ ও রপ্তানিকে উৎসাহিত করতে ব্যাংকিং ও অন্যান্য প্রণোদনার ক্ষেত্রে অগ্রাধিকারও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। 

মন্ত্রী আরও বলেন, দেশের রপ্তানির তালিকায় পোশাক খাত এখন প্রাধান্য পাচ্ছে। তবে পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি পণ্য, প্লাস্টিক ও প্লাস্টিক পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago