মানিকগঞ্জে আগুনে পুড়ল শিক্ষাসফরের বাস
মানিকগঞ্জের মহাদেবপুর ডিগ্রি কলেজের শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।'
মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুর রহমান অঞ্জন বলেন, 'শিক্ষার্থীদের জন্য কুষ্টিয়ার কুঠিবাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থানে শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল। বেশিরভাগ শিক্ষার্থীর বাড়ি এদিকে হওয়ায় বাসটি পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আগুনের খরব শুনি। তবে, আগুনে আমাদের কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।'
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বাসের মধ্যে কয়েকজন শিক্ষার্থী, চালক ও সাউন্ড সিস্টেমের ২ ব্যক্তি ছিলেন। বাসটির পেছনের অংশে রাখা জেনারেটর ও সাউন্ড বক্স ছিল। হঠাৎ জেনারেটরের পাশ থেকে আগুন জ্বলে ওঠে। পরে গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।
Comments