গাজীপুরে ৫ হাজার বস্তা চাল পুড়ে ছাই

বুধবার রাতে দুই বাজারে আগুনে পুড়েছে চালের আড়তসহ একাধিক দোকান
বুধবার রাতে গাজীপুরে টঙ্গী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরে গত রাতে টঙ্গী বাজার ও কাপাসিয়ার লতিফপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি চালের আড়তসহ একাধিক দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোর ৩টার দিকে টঙ্গী বাজারের আগুন নিয়ন্ত্রণ আসে।

তিনি বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি চালের আড়ৎ এবং আলু ও পেঁয়াজের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও দুইটি ইউনিট যোগ দেয়।

চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আড়তে প্রায় পাঁচ হাজার বস্তা চাল ছিল। সব চাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, গতকাল রাত ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর সড়কের লতিফপুর বাজারে তোতা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

লতিফপুর বাজারের দোকান মালিক আলফাজ উদ্দিন ও আমিনুল ইসলাম জানান, দোকানে আগুন লাগার খবরে কাপাসিয়া ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নির্বাপন করে।

বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

Comments