ঢাকার যানজট সমস্যা নয়, রীতিমতো চ্যালেঞ্জ: মেয়র আতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ট্রান্সপোর্টেশন সামিটে বক্তব্য দিচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, 'রাজধানী ঢাকার যানজট মূলত সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ।'

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দুই দিনের ট্রান্সপোর্টেশন সামিটের প্রথম দিন শেষে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, 'জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ঢাকায় মানুষ আসছে। যারা অধিকাংশই রিকশা চালক কিংবা হকার হিসেবে কাজ করছে। এদের নিয়ন্ত্রণ রীতিমতো একটি চ্যালেঞ্জ, তাই দরকার সমন্বিত ব্যবস্থাপনা।'

তিনি বলেন, 'আমাদের লক্ষ্য মেগাসিটির গণপরিবহন ব্যবস্থার সংকট উত্তরণের উপায় ও জ্বালানি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা চালু করা। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বাস রুটে র‌্যাশনালাইজেশনের মাধ্যমে সিটি বাস সার্ভিসকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। পরবর্তী ধাপে ঢাকার রাস্তায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে।'

মেট্রোরেলের স্টেশনকেন্দ্রিক করিডোর ব্যবস্থাপনার জন্য ডিএনসিসিকে বিশ্বব্যাংক প্রায় ১৬০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে বলেও উল্লেখ করেন তিনি। 

মেয়র আরও বলেন, 'ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব। ঢাকার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪ হাজার ৯০০ জন। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ প্রবেশ করছে, যা মেইনটেইন করা বেশ কষ্টকর।'

'ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় প্রায় দেড় কোটি মানুষের জন্য মাত্র ৭ শতাংশ রাস্তা রয়েছে। যেখানে দরকার ন্যূনতম ২৫ শতাংশ। ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ঘণ্টায় মাত্র ৬ কিলোমিটার ফলে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে,' বলেন তিনি।

মেয়র আতিক বলেন, 'ঢাকায় বাসের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৩৩ গুণ বেশি। আমি কিছু স্বল্পমেয়াদী এবং মধ্য মেয়াদী পদক্ষেপ নিয়েছি। আমরা ঢাকার বাস রুট র‍্যাশনালাইজেশনে ২৪টি রুটে ২২টি কোম্পানির বাস ৬টি রুটে চলাচল করতে পরিকল্পনা নিয়েছি এবং ইতোমধ্যে ৩টি রুট চলমান আছে। শিগগিরই আরও দুটি রুট চালু হবে।'

স্বল্পমেয়াদী কর্ম পরিকল্পনায় স্কুল বাস চালু, অ্যাপভিত্তিক রাস্তায় কার পার্কিং আছে। মিড টার্ম অ্যাকশনের মধ্যে আইসিএম প্রোজেক্ট, ডেডিকেটেড বাস বে তৈরি আছে বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক গণপরিবহন ব্যবস্থাপনার জন্য পথচারীবান্ধব ফুটপাত, প্রতিটি সড়কে আলাদা সাইকেল লেন করাসহ বেশ কিছু সুপারিশ আসে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০তম সম্মেলন উপলক্ষে ডিএনসিসি মেয়রের নেতৃত্বে একটি দল বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

1h ago