মোহাম্মদপুরের ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়।

রাজধানীর মোহাম্মদপুরের 'সাদিক অ্যাগ্রো ফার্ম' উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সাদিক অ্যাগ্রো ফার্মের মূল ভবনের পাশে প্রথমে একটি টিনশেড স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর খালের জমিতে গড়া ফার্মের মূল ভবন ভাঙার কাজ শুরু করে ডিএনসিসি।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, সাদিক অ্যাগ্রো ফার্ম রামচন্দ্রপুর খাল দখল করে রাস্তার একাংশে বেড়া দিয়ে অবৈধভাবে পশুর হাট বসিয়েছে।

Comments