মেহেরপুরে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

মেহেরপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফ জানান, ভোর ৩টার দিকে জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, বুধবার বিকেলে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করেন শিশুটির এক মামা।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিশুটি (১২) তার নানার বাড়িতে বেড়াতে গেলে তাকে একা পেয়ে প্রতিবেশি রিগান ধর্ষণ করে।

শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, প্রচুর রক্তক্ষরণের কারনে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

54m ago