সাকিবসহ যারা দুবাই গিয়েছেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি

পলাতক আসামি আরাভ ওরফে রবিউল (বামে) ও সাকিব আল হাসান (ডানে)। ছবি: সংগৃহীত

হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানসহ যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, 'দুঃখজনক যে আমরা গতকাল মিডিয়ায় বলার পরেও সাকিবসহ অন্যান্য তারকারা জানার পরেও সেখানে হাজির হয়েছিলেন। এটা জানার পরেও যে সে (আরাভ) একজন খুনি। সে একজন পুলিশ ইন্সপেক্টরকে খুন করেছিল। আমরা অবগত করার পরেও তারা দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা খুবই দুঃখজনক। এটা তারা কেন করেছেন, আমরা জানি না। তবে আমরা আমাদের মতো করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ব্যবস্ত নেব।'

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

53m ago