দুবাইয়ে নাফিজ সরাফাতের ফ্ল্যাট ও ভিলা জব্দের নির্দেশ আদালতের

চৌধুরী নাফিজ সরাফাত। ফাইল ছবি সংগৃহীত

দুবাইয়ে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের মালিকানাধীন একটি ফ্ল্যাট ও একটি ভিলা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দ্য ডেইলি স্টারে গত ৭ জানুয়ারি প্রকাশিত 'মরুর শহরে বাংলাদেশিদের সম্পদের পাহাড়' শীর্ষক প্রতিবেদনে নাফিজ সরাফতের দুবাইয়ের বুর্জ খলিফার কাছাকাছি এলাকায় দ্য সিগনেচারের ৫০ তলা ভবনের ২৪ তলায় প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা তিন বেডরুমের ফ্ল্যাট ও দামাক হিলসের শান্ত আবাসিক এলাকায় পাঁচ বেডরুমের ভিলার খবর উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দলের প্রধান উপপরিচালক মো. মাসুদুর রহমান তার ওই সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ আবেদন উপস্থাপন করেন।

এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত ব্যাংক ও শেয়ার বাজার থেকে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাফিজ সরাফাত, তার স্ত্রী এবং তাদের ছেলের মালিকানাধীন ২২টি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার জন্য দুদককে নির্দেশ দেয়।

ফ্ল্যাটগুলো রাজধানীর গুলশান, ক্যান্টনমেন্ট এলাকা, বনানী, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, পান্থপথ, পল্লবী এবং গাজীপুর ও কালিয়াকৈরে।

গত বছরের ৭ অক্টোবর একই আদালত সারাফাতের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

তার বিরুদ্ধে ব্যাংক দখল করে এবং শেয়ার বাজার থেকে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।

জানা গেছে, পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় সরাফাত পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

গত বছরের জানুয়ারিতে নাফিস সরাফাত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের (পূর্বে ফারমার্স ব্যাংক) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

 

Comments

The Daily Star  | English

India bans certain jute products from Bangladesh via land ports

The goods are bleached and unbleached woven fabrics of jute or other textile bast fibre, twine, cordage and cables of jute besides sacks and bags of jute

7m ago