মাহমুদউল্লাহ এখনও আছেন হাথুরুসিংহের বিশ্বকাপ ভাবনায়

Mahmudullah
মাহমুদউল্লাহ। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্রাম পাওয়া মাহমুদউল্লাহকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা তা নিয়ে চলছে চর্চা। নানামুখী আলোচনার মাঝে অভিজ্ঞ এই ব্যাটার পেলেন চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে আশার খবর। বাংলাদেশের প্রধান কোচ বললেন, টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ পরিকল্পনায় জোরালোভাবে আছেন মাহমুদউল্লাহ।

আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর। গত রোববার দল ঘোষণার পর নির্বাচকরা জানান, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে, এমন গুঞ্জনই জোরালো। ব্যাটিং অ্যাপ্রোচের পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্বল শরীরী ভাষা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

দল ঘোষণার আগে চট্টগ্রামে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন, আয়ারল্যান্ড সিরিজে ও তার পরের সিরিজে দলে কিছু অদল-বদল করবেন তারা। তবে কাউকে বাদ দেওয়া হবে না। আর নির্বাচকদের মন্তব্য, চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মাহমুদউল্লাহর পজিশনে বিকল্প খেলোয়াড় তৈরি রাখতে চান তারা।

আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, বাংলাদেশের ওয়ানডে দলের ভাবনায় আছেন মাহমুদউল্লাহ, 'আমার মনে হয় না সে তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছে। আমরা চেষ্টা করছি বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়ের পুল বাড়াতে। বিশ্বকাপের কাছাকাছি গিয়ে যদি কারও কিছু হয়ে যায়, তাহলে আমাদের হাতে যেন পর্যাপ্ত খেলোয়াড় থাকে, যাদের আমরা দেখেছি এবং যাদের ওপর ভরসা করতে পারি নির্দিষ্ট ভূমিকা পালন করার ক্ষেত্রে।'

'আমাদের দ্রুত সেই কাজটা করতে হবে কারণ বিশ্বকাপের আগে আর মাত্র ১৫টির মতো ওয়ানডে আছে। আমরা তাই এমন কিছু খেলোয়াড়কে দেখতে চাইছি, যাদেরকে আমরা মনে করি যে অবদান রাখতে পারে। রিয়াদ এখনও পরিকল্পনায় আছে। আমরা এভাবেই দেখছি।'

যাদেরকে পরখ করার জন্য নেওয়া হয়েছে, সেই তৌহিদ হৃদয়-ইয়াসির আলিদের কেউ ভালো করলে মাহমুদউল্লাহ আদৌ ফিরতে পারবেন কিনা সেটার সরাসরি উত্তর দেননি প্রধান কোচ, 'এটার উত্তর দেওয়া খুবই কঠিন। আপনি বের করার চেষ্টা করছেন যে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। রিয়াদ (মাহমুদউল্লাহ) যথেষ্ট করেছে এখন পর্যন্ত, তার অভিজ্ঞতা অনেক। আমরা জানি যে সে দলের জন্য কী নিয়ে আসতে পারে। আমরা তাই অন্য কিছু খেলোয়াড়কে দেখতে চাই আন্তর্জাতিক ক্রিকেটের প্রয়োজনীয় মানে পৌঁছাতে। সেটা কেবলই স্কিলগত দিক থেকে নয়।'

'এটি দেখার ব্যাপার যে এই পর্যায়ের ক্রিকেটে (নিজেদের ভূমিকা) পালন করার ক্যারেক্টার তাদের আছে কিনা। তার মানে এই নয় যে ওই ছেলেটা যদি পারফর্ম করে, তবে মাহমুদউল্লাহর সম্ভাবনা শেষ হয়ে যাবে। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।'

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

3h ago