রেকর্ড গড়া সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি, তামিমের অবনতি

Tamim Iqbal & Mushfiqur Rahim

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গেলেও তাতে ঝড় তুলে নিজেকে রাঙিয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। সেই ফলও মিলেছে র‍্যাঙ্কিংয়ে। চার ধাপ এগিয়েছেন তিনি। রান খরায় থাকা অধিনায়ক তামিম ইকবালের আবার অবনতি হয়েছে।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে চার ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে মুশফিক। তিনিই বাংলাদেশের সেরা অবস্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে এবার সিরিজে নতুন ভূমিকা পেয়েছিলেন মুশফিক। ছয় নম্বরে আগ্রাসী খেলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। সেটা পুরোপুরি পালন করেছেন তিনি। প্রথম ম্যাচে ২৬ বলে ৪৪ রান করার পর পরের ম্যাচে ৬০ বলে করেন ১০০ রান। তাতে ১৪ বছর আগে সাকিব আল হাসানের করা ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে যায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রান করা তামিম পরের ম্যাচে করেন ২৩। তাতে তিন ধাপ পিছিয়ে তিনি এখন ২২ নম্বরে।  ওপেনার লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন ৩৫ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। দুইয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। এক ধাপ এগিয়ে তিনে ইমাম উল হক, চারে নেমে গেছেন কুইন্টেন ডি কক। পাঁচে আছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ সিরাজকে টপকে একে উঠেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে সাকিব আল হাসান।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago