ওয়ারীর সুইপার কলোনির আগুনে দগ্ধ ৭

ঢাকার ওয়ারী এলাকার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়েছেন।
সুইপার কলোনি, ওয়ারী, অগ্নিকাণ্ড, দগ্ধ, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

ঢাকার ওয়ারী এলাকার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- রাজু বসাক (৩৬), কান্তা রানী (৬০), গীতা রানী দে (৬৫), আফজাল হোসেন (৫২), শান্তি রানী (২৭), কৃষ্ণা (৭) ও লক্ষ্মণ (৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরে ৫-১০ শতাংশ পর্যন্ত দগ্ধ হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি ​​অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৩টা ১৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

Comments