ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিপাত, বৃষ্টি, আবহাওয়া, আবহাওয়া অধিদপ্তর,
বৃষ্টিস্নাত ঢাকার সড়ক। দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ সম্প্রতি ছবিটি তোলেন।

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে আবহওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।'

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৫৪ মিনিটে। 

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

  দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

14h ago