৩১ তম সদস্য হিসেবে ন্যাটোতে যোগ দিলো ফিনল্যান্ড

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে ন্যাটোতে যোগদানের নথি হস্তান্তর করেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: ন্যাটো

অবশেষে বিশ্বের বৃহত্তম সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দিলো ফিনল্যান্ড। ৩১ তম সদস্য রাষ্ট্র হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় দেশটি।

বিবিসি জানায়, শিগগির বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উত্তোলন করা হবে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হেভিস্তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে ন্যাটোতে যোগদানের নথি হস্তান্তর করেছেন। পরে ব্লিঙ্কেন ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য ঘোষণা করেন।

এর ফলে, ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য এখন দ্বিগুণ হয়েছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত ১ হাজার ৩৪০ কিলোমিটার। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর সুইডেনের পাশাপাশি ফিনল্যান্ডও ন্যাটোতে যোগদানের আবেদন করে।  

এদিকে, ন্যাটোর সম্প্রসারণকে 'নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের লঙ্ঘন' হিসেবে উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ফিনল্যান্ডে কী ঘটছে তা 'নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে' রাশিয়া।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

48m ago