‘পদ্মা সেতু থেকে ৯ মাসে ৬০৩ কোটি টাকা টোল আদায়’

পদ্মা সেতু। ছবি: আনিসুর রহমান/স্টার

উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-২০ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের আরও জানান, ১৯৯৮ সালের ২৩ জুন উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৭ হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়।

Comments

The Daily Star  | English
Dhaka traffic jam Jamaat rally 2025

Dhaka choked by gridlock as thousands head to Jamaat’s rally

Around 10,000 Jamaat volunteers were deployed to manage the crowd and coordinate traffic flow, particularly around Shahbagh

1h ago