রোনালদোকে ছাড়িয়ে নতুন আরেক মাইলফলকে মেসি

শনিবার রাতে নিসের বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন মেসি। পরে সার্জিও রামোসের গোলেও রাখেন অবদান। প্রথম গোলটি করেই রোনালদোকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন মহাতারকা।
Messi

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাবে চলে যাওয়ার পরই এটা অনুমিত ছিল, হয়েছেও তাই। ইউরোপিয়ান ক্লাবে গোলসংখ্যায় রোনালদোকে পেছনে গেলে এখন চূড়ায় উঠেছেন লিওনেল মেসি।

শনিবার রাতে নিসের বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন মেসি। পরে সার্জিও রামোসের গোলেও রাখেন অবদান। প্রথম গোলটি করেই রোনালদোকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল ৭০২ করা খেলোয়াড় এখন মেসি। ৭০২ গোল করতে মেসি খেলেছেন ৮৪৬ ম্যাচ।

পর্তুগিজ মহাতারকা রোনালদোর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গোলসংখ্যা ৭০১। গত বিশ্বকাপের পর ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় আপাতত মেসিকে চ্যালেঞ্জ জানানোর আর সুযোগ নেই তার। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবে আলো ছড়িয়ে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছিল ৯৪৯ ম্যাচ।

এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন সারবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। ৭০২ গোলের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে ২৯৮টি গোলেও অবদান মেসির। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসি স্পর্শ করেছেন ১ হাজার গোলে অবদান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago