লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে: সাকিব

Shakib Al Hasan & Liton Das
ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাস যখন কলকাতায় আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত, সাকিব আল হাসান তখন ফতুল্লায় লড়ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জেতাতে। অথচ এবার আইপিএলে একসঙ্গেই কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল সাকিব-লিটনের। সাকিব নিজের নাম সরিয়ে নিলেও লিটন গেছেন খেলতে। লিটনের জন্য শুভকামনা জানিয়ে সাকিব মনে করেন, বিশ্বকাপের আগে দারুণ অভিজ্ঞতায় ঋদ্ধ হবেন বাংলাদেশের ওপেনার।

মঙ্গলবার ফতুল্লায় ব্রাদার্সের বিপক্ষে ১০ রানে জেতে সাকিবের মোহামেডান। ম্যাচ শেষ করে বনানীতে একটি কফিশপ উদ্বোধন করতে যান মোহামেডান খেলোয়াড়রা। সেখানে অবধারিতভাবেই সেখানে উঠে আসে আইপিএল প্রসঙ্গ।

সাকিব জানান, লিটন যদি সহজাত খেলাটা খেলতে পারেন তাহলেই সফল হবেন,  'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে।'

লিটনের এবারের আইপিএল যাত্রায় দলেরও লাভ দেখছেন সাকিব। তার মতে অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে আইপিএলের এই অভিজ্ঞতা কাজে লাগবে লিটনের,  'কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'

আইপিএল থেকে ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নেওয়া সাকিব প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ খেলে ঈদের আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন। এরপর সেখান থেকে ইংল্যান্ডে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন তিনি। ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজেও আইরিশদের বিপক্ষে স্বাভাবিক দাপট দেখানোর ইচ্ছা জানিয়েছেন তিনি,  'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে (আয়ারল্যান্ডে) ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো। '

Comments

The Daily Star  | English

Gazipur Police Commissioner Nazmul Karim withdrawn

He was withdrawn in the face of a controversy over closing one lane of a highway while travelling from Dhaka to his workplace

59m ago