১৬৯ দিন পর খেলতে নামছেন সাকিব

Shakib Al Hasan
লাহোরে পৌঁছে সাকিব আল হাসান। ছবি: ইন্সটাগ্রাম

সাকিব আল হাসানকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা গিয়েছিলো গত বছরের ৩০ নভেম্বর। আবুধাবি টি-টেন লিগের ম্যাচের পর কেটেছে প্রায় ৬ মাস। ঠিক ১৬৯ দিন পর আবার মাঠে নামার পরিস্থিতি তৈরি হয়েছে তার৷ সব কিছু ঠিক থাকলে আজ রাতে পিএসএলের ম্যাচে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারকে।

লম্বা সময় খেলার বাইরে থাকা সাকিব মাঠে নামার সুযোগ খুঁজছিলেন। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে নিজ উদ্যোগে অনুশীলন করে নিজেকে তৈরি রাখেন তিনি। ভারত-পাকিস্তানে সংঘাতে সাময়িক পিএসএল সাময়িক স্থগিত হওয়া যেন তার কপাল খুলে দিল। ফের চালু পিএসএলে কিছু  খেলোয়াড়ের অনুপস্থিতির সুযোগে লাহোর কালান্দার্সে দল পেয়েছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে লাহোর। অলরাউন্ডার হওয়ায় সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল। পিএসএল খেলতে ইসলামাবাদ পৌঁছে সাকিব বলেন, 'পিএসএলে আসতে পেরে রোমাঞ্চিত। কালকের (আজ) ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করি দারুণ ম্যাচ হবে।'

গত বছর ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বাজে সময় পার করছেন সাকিব। আওয়ামীলীগের সাংসদ থাকায় তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। 

ক্ষমতার পালাবদলের পর পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেললেও এরপর থেকে তিনি আর সুযোগ পাননি। দেশে অবসরের ইচ্ছা জানালেও তাকে দেশে ফিরতেও দেওয়া হয়নি। বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি মাঠে ছিলেন গত বছর অক্টোবরের শেষ দিকে হওয়া কানপুর টেস্টে।

এর মাঝে ইংলিশ কাউন্টি খেলে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় নতুন সংকটে পড়েন সাকিব। তিন দফা পরীক্ষার পর পান মুক্তি। তারপরও ক্রিকেটে ফেরা হচ্ছিলো না তার। পিএসএল করে সেই সুযোগ। এই আসরে সাকিব কেমন করেন তা দেখতে কৌতুহলী থাকবেন তার ভক্তরা।

 

Comments

The Daily Star  | English

Iran fires back at Israel after onslaught targets nuclear facilities

Air raids sirens and explosions rang out across Israel after Prime Minister Benjamin Netanyahu took to the airways to issue a word of caution, saying he expected "several waves of Iranian attacks" in response

1h ago