ঈদে মোটরসাইকেলে পদ্মা পার হতে শিমুলিয়ায় ফেরি চালু ১৮ এপ্রিল

মঙ্গলমাঝির ঘাট এলাকায় ফেরির অপেক্ষায় বাইকাররা। স্টার ফাইল ফটো

ঈদের ছুটিতে মোটরসাইকেলে পদ্মা নদী পার হয়ে দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে ফেরি সার্ভিস শুরু করতে যাচ্ছে বিআইডব্লিউটিসি।

ঈদ উপলক্ষে আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি ৩ ঘণ্টা পরপর ফেরি চলবে।

রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত জুনে উদ্বোধনের দিন পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হন। এরপর সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

পরে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি চেয়ে করা একটি রিট আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট। 

পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী না থাকায় শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ আছে। কিন্তু ঈদে মোটরসাইকেলে পদ্মা পাড়ি বাড়ি যাওয়ার সুবিধার্থে ফেরি চালুর সিদ্ধান্তের কথা জানালো বিআইডব্লিউটিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকার সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি-হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদ যাত্রা শুরু করবে ১৮ এপ্রিল থেকে।

 

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

Now