২৩-২৬ এপ্রিল নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না

titas gas
ছবি: সংগৃহীত

গ্যাস সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের কিছু এলাকায় আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ঢাকা মহানগরীর দক্ষিণাংশ ও নরসিংদীর কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি গ্যাস শাট-ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রূপগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকার সব শ্রেণির গ্রাহক এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, মাধবদীর সামিট পাওয়ার আরইবি ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়াও এ সময়ে নরসিংদীর মাধবদী, পাঁচদোনা এবং নারায়ণগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও ঢাকার শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকবে।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago