৪ তারকার ছোটবেলার ঈদ

আফসানা মিমি। ছবি: স্টার

বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ। সবার স্মৃতিতে ছোটবেলার ঈদ উজ্জ্বল হয়ে থাকে। ছোটবেলার এই স্মৃতি সহজে ভুলা যায় না। জনপ্রিয় ৪ জন তারকা আফসানা মিমি, মিশা সওদাগর, মীর সাব্বির ও নোবেল দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তাদের ছোটবেলার ঈদ নিয়ে।

আফসানা মিমি: ছোটবেলার ঈদ মানেই ছিল আনন্দ আর আনন্দ। সেই আনন্দ আর ফিরে পাব না কোনোদিনও। জীবন বহমান, জীবন এগিয়ে যায়। একজীবনে কত স্মৃতি জমা হয়, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে দারুণভাবে। আর ছোটবেলার ঈদ মানে তো কথাই নেই! এতটাই আনন্দময় ছিল সেইসব দিনগুলো। ঈদে নতুন পোশাক পেতাম। এটার আনন্দ ছিল সবচেয়ে বেশি। মজার মজার খাবার তো থাকতই। সবচেয়ে বেশি ভালো লাগত নতুন পোশাক। এছাড়া বছরের অন্যান্য সময় পড়ালেখার ব্যস্ততা থাকত, কিন্তু ঈদের দিনটি ছিল পূর্ণ স্বাধীনতার। কোনো বাধা নেই, অবাধ স্বাধীনতা। আর সালামির বিষয়টি তো ছিলই। সালামি পেয়েও ভালো লাগত।

মিশা সওদাগর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
মিশা সওদাগর। স্টার ফাইল ছবি

মিশা সওদাগর: আমার বেড়ে উঠা পুরান ঢাকায়। আমি পুরোপুরি ঢাকার মানুষ। ঢাকাইয়া বলতে যা বোঝায় তাই। সেজন্য আমার ছোটবেলার ঈদের সব স্মৃতি ঢাকাকে কেন্দ্র করে। এই স্মৃতি আমার ভেতরে বেঁচে আছে, আজীবন থাকবে। ঈদের দিন কতরকম আনন্দই না করেছি ছোটবেলায়। ঈদের সালামি পেতাম বেশ। সালামি দিয়ে বন্ধুদের নিয়ে কত কি কিনে খেতাম! সালামির টাকা ফুরিয়ে গেলে বন্ধুরা মিলে প্ল্যান করতাম কার বাসায় গেলে সালামি পাব, কার বাসায় গেলে খাবার খেতে পারব। ঈদের নামাজ পরে বন্ধুরা বাড়ির বাইরে সময় কাটাতাম। আইসক্রিম, ফুচকাসহ নানারকম খাবার খেতাম। ফেলে আসা দিনগুলো সত্যিই রঙিন ছিল।

মীর সাব্বির। ছবি: সংগৃহীত

মীর সাব্বির: হাজারটা ঈদ এলেও ছোটবেলার ঈদের মতো হবে না। যত ঈদ আসুক ছোটবেলার ঈদের মতো আনন্দ আর পাব না। আমার মনে হয় প্রতিটি মানুষের জীবনে ছোটবেলার ঈদটাই বেশি আনন্দের। এ যেন পরম সুখ। এ যেন পরম শান্তি। মানুষ যত বড় হয়, আমার মনে হয় ছোটবেলার ঈদকে খুঁজে বেড়ায়। আমিও তাই করি। ঈদ এলেই চোখে ভাসে ছোটবেলার ঈদের দিনের ছবি। নতুন পোশাক অবশ্যই থাকত। নতুন পোশাক লুকিয়ে রাখার একটা বিষয় ছিল, যা শুধু ঈদের দিন ছাড়া কেউ দেখবে না। তারপর ঈদের দিন নতুন পোশাক পরে নামাজে যাওয়া এবং বাসায় এসে মজাদার খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম। ঈদের বিকেলগুলো ছিল আরও সুন্দর। বন্ধুরা মিলে আড্ডা দেওয়া হতো। মাঝে মাঝে ভাবি ওটাই সত্যিকারের জীবন।

মডেল নোবেল। ছবি: সংগৃহীত

নোবেল: ছোটবেলার ঈদের আকর্ষণ ছিল দুটি। একটি হচ্ছে নতুন পোশাক, আরেকটি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। ছোটবেলার ঈদে জীবনের অন্যতম মধুর সময় পার করে এসেছি। আমার বাড়ি চট্টগ্রামে। অনেকগুলো বছর কেটেছে সেখানে। ঈদের স্মৃতি মানেই চট্টগ্রামের ঈদ। নতুন পোশাক তো পেতামই। সেটা একটি আনন্দের বিষয় ছিল। এছাড়া চট্টগ্রামে আমার অনেক বন্ধু বান্ধব। বন্ধুরা মিলে ঈদের আগের দিন প্ল্যান করতাম দিনটি কীভাবে কাটাব। তারপর ঈদের নামাজ পরে সারাদিন আড্ডা দিতাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে যেত। নির্মল ও সুন্দর আড্ডা ছিল সেটা যা আজও মনে পড়ে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

1h ago