চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন: ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

সকাল ৯টা ৫০মিনিট পর্যন্ত গোমদান্দি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০টি ভোট পড়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন জানান, এ কেন্দ্রে মোট ২ হাজার ৭২০টি ভোট রয়েছে।

এখন পর্যন্ত ৭০টি ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, 'শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।'

সরেজমিনে ৭টি বুথে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট, ২টি বুথে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থীর ২ এজেন্ট এবং বাকি বুথগুলোতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

সকাল ৮টা ১০ মিনিটে এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। 

দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দিবাস চাকমা জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার কেন্দ্রে ২ হাজার ৯৭৪টি ভোটের মধ্যে প্রায় ১০০টি ভোট পড়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান জানান, ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬১২ জন। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

30m ago