বেতিসকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

ছবি: এএফপি

ম্যাচের ৩৩তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া রিয়াল বেতিসকে চেপে ধরল বার্সেলোনা। প্রথমার্ধেই তিনবার লক্ষ্যভেদ করার পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলের সুবাদে কাতালানদের ব্যবধান আরও বাড়ল। রায়ো ভায়েকানোর কাছে হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নিল তারা।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৪-০ গোলে বেতিসকে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এই জয়ে আসরের শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগের ম্যাচে তারা রায়োর মাঠে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল ২-১ গোলে।

বিরতির আগে স্বাগতিকদের পক্ষে জাল খুঁজে নেন আন্দ্রেয়াস ক্রিস্তিয়ানসেন, রবার্ত লেভানদভস্কি ও রাফিনহা। বিরতির পর সফরকারীদের গিদো রদ্রিগেজ দুর্ভাগ্যক্রমে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন।

৩২ ম্যাচে ২৫তম জয়ের স্বাদ নেওয়া বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তারা বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। ষষ্ঠ স্থানে থাকা বেতিসের পয়েন্ট ৩২ ম্যাচে ৪৯।

ম্যাচের ৮৩তম মিনিটে মাঠে নেমে রেকর্ড গড়েন ১৫ বছর বয়সী লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির স্থাপন করেন তিনি। স্মরণীয় উপলক্ষে গোলও প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি। দুই মিনিট পর কাছের পোস্টে তার নিচু শট দারুণ দক্ষতায় ফেরান বেতিস গোলরক্ষক রুই সিলভা।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

1h ago