রাজশাহী

র‍্যাব পরিচয়ে যুবককে তুলে নেওয়ার চেষ্টা, কনস্টেবলসহ ২ জন কারাগারে

দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ১৭১ ও ৩৯২ ধারায় ডাকাতি ও মিথ্যা পরিচয়ের অভিযোগ আনা হয়েছে।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

র‍্যাব পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক পুলিশ কনস্টেবলসহ ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমপির দামকুড়া থানার কনস্টেবল মো. আবু হেনা মোস্তফা কামালের (৩০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অপরজন রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার রাব্বি ইসলাম (২৭)।

তাদের বিরুদ্ধে রোববার সকালে উপজেলার চাপল গ্রামের বাসিন্দা মো. বুলবুল হোসেন গোদাগাড়ী থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

ওসি আরও জানান, মামলায় দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ১৭১ ও ৩৯২ ধারায় ডাকাতি ও মিথ্যা পরিচয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টায় কামাল ও রাব্বি মোটরসাইকেলে চাপল গ্রামে যান। বুলবুল সে সময় একটি চায়ের দোকানে বসেছিলেন।

কামাল ও রাব্বি নিজেদের র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে বুলবুলকে কাওসার নামে কারও বাড়ি দেখাতে বলে। বুলবুল তাদের পরিচয়পত্র দেখতে চাইলে, কামাল তাকে হাতকড়া দেখান এবং তার মোবাইল ফোনে র‌্যাবের ইউনিফর্ম পরা ছবি দেখান।

সে সময় রাব্বি বুলবুলের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। বুলবুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কামাল ও রাব্বিকে আটক করে। পরে বুলবুল র‍্যাবকে ফোন করে।

রাত ৯টা ৪৫ মিনিটে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

রোববার সকালে দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে হাজির করা হয়।

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

31m ago