মে দিবস

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবি
সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে মে দিবসের মানববন্ধন ও সমাবেশে ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

আজ সোমবার সকাল ১১টার দিকে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন ও সমাবেশ থেকে ২ সংগঠনের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।

এছাড়াও শ্রমিক নেতারা পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাস আইন পাস করা, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাজরিন ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা যে মজুরি পান, তাতে দিনে ২ বেলা খেয়ে বেচে থাকাই কঠিন। দীর্ঘদিন ধরে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছি, আজ আবারও এই মহান মে দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণ করা হোক।'

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

50m ago