শাকিব খানকে আদালতে তলব

শাকিব খান। ছবি: স্টার

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানকে তলব করেছেন ঢাকার একটি আদালত। প্রয়োজক রহমত উল্লাহর ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলায় শাকিবকে আগামী ১৫ মের মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মাসুদুল হক এই আদেশ দেন।

রহমত উল্লাহ এই মামলার সর্বোচ্চ কোর্ট ফি দেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন।

গত ৩০ এপ্রিল রহমত উল্লাহ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন।

মামলা গ্রহণ করে বিচারক বাদীকে কোট ফি জমা দিতে বলেন।

এর আগে রহমত উল্লাহকে নিয়ে গণমাধ্যমে দেওয়া আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রত্যাহার চেয়ে তার আইনজীবী শাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন শাকিব খান।

শুনানির পর আদালত মামলা আমলে নিয়ে শাকিব খানের সাক্ষ্যগ্রহণ করেন।

পরে ২৭ মার্চ শাকিব তার সম্পর্কে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগ তুলে রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, ওই মামলার শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

এরই মধ্যে শাকিব খানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে রহমত উল্লাহ এই মামলা করেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

45m ago