কুমিল্লা সোসাইটি ইন জাপানের আংশিক কমিটি ঘোষণা

লুৎফর রহমান শিপার ও মো. এনামুল হক ভুঁইয়া। ছবি: সংগৃহীত

জাপান প্রবাসীদের আঞ্চলিক সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি ইন জাপানের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রোববার রাজধানী টোকিওর কিতা সিটি আকাবান বুনকা সেন্টার বিভিও হলে এক জরুরি সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কুমিল্লা সোসাইটি, জাপান'র উপদেষ্টা নাজমুল ইসলাম ভুঁইয়া নব কমিটিতে সভাপতি হিসেবে লুৎফর রহমান শিপার, সাধারণ সম্পাদক মো এনামুল হক ভুঁইয়ার নাম ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পর সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লাবাসীর জন্য কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। কুমিল্লা জেলা থেকে আগত জাপান প্রবাসীদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে কেবলমাত্র কুমিল্লা জেলাবাসীদের নিয়ে গঠিত কুমিল্লা সোসাইটি ইন জাপান আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সিরাজ হক এবং ৫৭ সদস্য বিশিষ্ট সেই কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন লুৎফর রহমান শিপার।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago