ঘূর্ণিঝড় মোখা

কক্সবাজারে ৫৭৬ সাইক্লোন শেল্টার প্রস্তুত, আশ্রয় নিতে পারবেন ৫ লাখ মানুষ

কক্সবাজারের একটি সাইক্লোন শেল্টার। ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখায় জরুরি সাড়াদানে কক্সবাজার জেলায় মোট ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। 

এসব সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন ৫ লাখ ৫ হাজার ৯৯০ জন। 

আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতি সভায় এ সব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন।  

সভায় আগামী ১৩ মে সকাল থেকে মেডিকেল দল, কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল, স্কাউট দল, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার নম্বর ০১৮৭২৬১৫১৩২। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্যোগকালীন সময়ের জন্য ২০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল, ৩ দশমিক ৫ মেট্রিক টন টোস্ট বিস্কুট, ৩ দশমিক ৪ মেট্রিক টন কেক, ১৯৪ বান্ডল ঢেউটিন, ২০ হাজার প্যাকেট ওরস্যালাইন ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।' 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা আগামী শনিবার বিকেল থেকে সোমবারের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

1h ago