‘অতি প্রবল’ মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৪০ কিলোমিটার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা এখন 'অতি প্রবল' ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কেন্দ্রের দিকে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
মো. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়টি কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি এখন কক্সবাজার থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দূরে আছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' ঘণীভূত হয়ে 'অতি প্রবল' ঘূর্ণিঝড় আকারে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের মানে হলো, দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ের কবলে পড়ছে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথের মধ্যে বিপদে পড়তে পারে।
Comments