ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে ২২ কিলোমিটার বেগে

উইন্ডি ওয়েবসাইটে ঘূর্ণিঝড় মোখা।

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ রোববার মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

আজ শনিবার রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।'

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর ১৬) জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, মূল ঝড়টি দুপুর ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশ।

 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

8h ago