যুক্তরাষ্ট্র

ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ, বাজার থেকে ১০ লাখ গাড়ি সরিয়ে নেবে জেনারেল মোটরস

এআরসি অটোমোটিভ ইনকরপোরেশনের উৎপাদিত বুয়েক ইনক্লেভ, শেভরোলেট ট্রাভারসের ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উৎপাদিত ৯ লাখ ৯৪ হাজার ৭৬৩টি গাড়ি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।
ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ, বাজার থেকে ১০ লাখ গাড়ি সরিয়ে নেবে জেনারেল মোটরস
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উৎপাদিত ৯ লাখ ৯৪ হাজার ৭৬৩টি গাড়ি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।

এয়ারব্যাগে ক্রটি আছে স্বীকার করে বাজার থেকে ১০ লাখ গাড়ি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি জেনারেল মোটরস।

এ বিষয়ে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, চালকের আসনের সঙ্গে থাকা এয়ারব্যাগটিতে ত্রুটি থাকায় সেগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হবে। 

এর ফলে এআরসি অটোমোটিভ ইনকরপোরেশনের উৎপাদিত বুয়েক ইনক্লেভ, শেভ্রলেট ট্রাভারসের ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উৎপাদিত ৯ লাখ ৯৪ হাজার ৭৬৩টি গাড়ি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২০১৭ সালে মিশিগানে শেভ্রলেট ট্র্যাভার্সের একজন চালক দুর্ঘটনায় পড়েন। সে সময় চালকের সামনে থাকা এয়ারব্যাগ ইনফ্ল্যাটর ফেটে গিয়ে তার মুখে আঘাত লাগে।

এ বিষয়ে জেনারেল মোটরস আরও জানিয়েছে, তারা একটি থার্ডপার্টি ইঞ্জিনিয়ারিং ফার্মের সহায়তায় বিষয়টি তদন্ত করছে। তারা আরও জানিয়েছে, জেনারেল মোটরস খুব সতর্কতার সঙ্গে এবং গ্রাহকের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

 

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

6h ago