চেলসির কোচ হওয়ার কাছাকাছি পচেত্তিনো

গ্রাহাম পটার ছাঁটাই করা হয় এপ্রিলের শুরুতেই। এরপর থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড দায়িত্ব পালন করে আসলেও স্থায়ী কোচ খুঁজছে ক্লাবটি। এরমধ্যেই ইংলিশ গণমাধ্যমের জোর দাবি, টটেনহ্যাম হটস্পার্সের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে চুক্তি হয়ে গেছে চেলসির।

গত জুলাইয়ে পিএসজির চাকুরী ছাড়ার পর থেকে বিশ্রামেই আছেন এই আর্জেন্টাইন কোচ। বেশ কিছু ক্লাবের সঙ্গে গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিক কোনো সংবাদ আসেনি। তবে এবার চেলসির সঙ্গে চুক্তির গুঞ্জন বেশ জোরালো। ট্রান্সফার উইন্ডোর নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এমনটাই নিশ্চিত করেছেন।

সংবাদ অনুযায়ী, এখনই চেলসির দায়িত্ব নিচ্ছেন না পচেত্তিনো। অপেক্ষা করবেন মৌসুমের শেষ পর্যন্ত। নতুন মৌসুম থেকে কাজ শুরু করবেন তিনি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন ল্যাম্পার্ডই। লিগে এখনও ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের সঙ্গে তিনটি ম্যাচ রয়েছে তাদের।

তবে কোচ হওয়ার দৌড়ে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান ন্যাগলসমান এগিয়ে ছিলেন চেলসিতে। কিন্তু তাদের না করে দিয়েছেন এই জার্মান কোচ। মূলত ক্লাবের পরিকল্পনা পছন্দ হয়নি বলেই ন্যাগলসমান আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছে বৃটিশ গণমাধ্যম। তাতেই এগিয়ে যান পচেত্তিনো।

প্রিমিয়ার লিগে অবশ্য কাজ করার অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা রয়েছে এই আর্জেন্টাইনের। পাঁচ বছর কাজ করেছেন টটেনহ্যামে। ক্লাবটিকে কোনো শিরোপা জেতাতে না পারলেও ২০১৯ সালে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কাজ করেছেন সাউদাম্পটনের হয়েও। 

এদিকে এ মৌসুমে এরমধ্যেই তিনজন কোচের অধীনে খেলে ফেলেছে ব্লুজরা। তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাদের। বিবর্ণ পারফরম্যান্সে মৌসুম জুড়েই ধুঁকছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলা ৩৫ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ১১টি ম্যাচে। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বর স্থানে আছে তারা।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

1h ago