সপ্তাহে ২ দিন ইজিপ্ট এয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট

সপ্তাহে ২ দিন ইজিপ্ট এয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট
ছবি: ইজিপ্ট এয়ারের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে ইজিপ্ট এয়ার।

৫০ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি গতকাল রোববার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রানওয়েতে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে বিমানটিকে স্বাগত জানানো হয়। রাত সাড়ে ৮টায় ১৭৯ জন যাত্রী নিয়ে ফিরতি ফ্লাইটটি কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ইজিপ্ট এয়ারের উদ্বোধনী ফ্লাইট উদযাপন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট চালুকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ ও মিশরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি বিশ্বাস করি, ২ দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দ্বিপাক্ষিক পর্যটন, বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগকে সহজতর করবে।'

তিনি বলেন, 'আমাদের বর্তমান সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। যার কারণে আমরা আরও বেশি বিদেশি এয়ারলাইন্সকে বাংলাদেশে সেবা শুরু করতে উৎসাহিত করছি।'

ইজিপ্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইহাব আল তাহতাওয়ে বলেন, 'বাংলাদেশে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বাংলাদেশে এভিয়েশন মার্কেটের অনেক সম্ভাবনা আছে। আমি আশা করি, বাংলাদেশি গ্রাহকরা আমাদের বিশ্বমানের সেবা উপভোগ করবেন।'

বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা কায়রো থেকে সুবিধাজনক সংযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা এবং এশিয়ায় ৮০টিরও বেশি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে ঢাকা থেকে প্রতি রোববার ও বুধবার সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago